images

জাতীয়

মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ ২০২৫, ০৭:২২ এএম

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ঘটে মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে এবং তা ভোর ৫টা ২০ মিনিটের দিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল হাসান জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পর মাত্র ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে একে একে আরও ৭টি ইউনিট যোগ হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে সাততলা বস্তির বেশিরভাগ ঘর এবং আসবাবপত্র পুড়ে গেছে। আগুনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পোড়া বাড়ির কাছাকাছি এসে খোঁজখবর নিচ্ছিলেন, তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের ভিতরে প্রবেশ করতে বাধা দিচ্ছেন। তারা বলেন, কোনো দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, আগুনে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এখনো ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।

এইউ