নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৫, ০৪:৪৪ পিএম
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারের আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব জসিম উদ্দিন।
সোমবার (১০ মার্চ) দুপুরের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনে প্রথমবারের মতো বাংলাদেশের ১৪ জন রোগী চিকিৎসা নিতে যাওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন। এসময় চীনের রাষ্ট্রদূত ইয়ান ওয়েনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। সবসময়ই আমরা সম্পর্কের নতুন নতুন দিক খুঁজে চলছি এবং নতুন সম্পর্ক আবিষ্কার করছি।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যে যোগাযোগ রয়েছে, এটি কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে গেছে। উচ্চ পর্যায়ের যোগাযোগ ভবিষ্যতে আরও বাড়বে।
পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, যেসব রোগী প্রথম ব্যাচ হিসেবে চিকিৎসা নিতে চীনের কুনমিংয়ে যাচ্ছেন, তাদের জন্য শুভ কামনা। সবাই সুস্থ হয়ে দেশে ফিরুক।
তিনি আরও বলেন, কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে গিয়েছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেখানে কীভাবে বাংলাদেশের রোগীরা চিকিৎসা পেতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে চীনে বাংলাদেশের রোগীদের চিকিৎসা নেওয়ার জন্য চারটি হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে।
জসিম উদ্দিন বলেন, চীনের কুনমিংয়ের সাথে বাংলাদেশের বিমানে যোগাযোগ ব্যবস্থা ভালো। সহজেই রোগীরা কুনমিংয়ে যেতে পারবেন। এছাড়া চীনের অন্যান্য শহরের সাথেও যোগাযোগ সহজ করার চেষ্টা চলছে; এটা করা গেলে চীনে চিকিৎসা নিতে যাওয়া আরও সহজ হবে।
তিনি আরও বলেন, আজকের বিষয়টিকে আমি চীন-বাংলাদেশের নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করতে চাই। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, তার একটি দিক হচ্ছে জনগণের সঙ্গে যোগাযোগ। জনগণ পর্যায়ের যোগাযোগটা গত কয়েক বছরে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এটি আরও বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, মেডিকেল চেকআপ ও চিকিৎসার জন্য বাংলাদেশি রোগীদের প্রথম ব্যাচ আজ চীনে যাচ্ছেন। এখানে মোট ৩১ সদস্য রয়েছেন। যেখানে ১৪ জন রোগী, ৬ জন পরিবারের সদস্য, ৫ জন চিকিৎসক, ৫ জন এইচইউসি প্রতিনিধি এবং সাংবাদিক আছেন।
এসএইচ/এফএ