images

জাতীয়

সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল আজান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মার্চ ২০২৫, ১২:২১ এএম

ঢাকা সেনানিবাসস্থ ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ মসজিদে আন্তঃঅঞ্চল আজান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়। 

সদর দফতর লজিস্টিকস্ এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ৭০৩ মিডিয়াম ওয়ার্কশপ, ইএমই এর ব্যবস্থাপনায় শুক্রবার (০৭ মার্চ) এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন এবং বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

গত ২ মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

এমআইকে/ইএ