images

জাতীয়

মালিবাগে ভিক্টর বাসের চাপায় বাইক আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসের চাপায় পলাশ গনি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেল পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ নড়াইলের কালিয়া উপজেলার চর বল্লাহাটি গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি রামপুরার বনশ্রী এলাকায় এক মেয়ে এক ছেলেসহ পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি মতিঝিলের বিনিময় মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে স্বজনরা।

জানা যায়, মালিবাগ ফ্লাইওভারের ঢালে ভিক্টর ক্লাসিক পরিবহন বাসের চাপায় পলাশ গনি গুরুতর আহত হয়। কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে প্রথমে পাশের একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এমআর