images

জাতীয় / শিল্প ও সাহিত্য

শিল্পকলা একাডেমির ডিজি সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম

images

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) পদ থেকে পদত্যাগ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ। মন্ত্রণালয় ও একাডেমির নানাবিধ অসহযোগিতার চাপে কাজ করতে না পারায় পদত্যাগ করেছেন বলে জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘মুনীর চৌধুরী ১ম জাতীয় নাট্যোৎসব’র সমাপনী অনুষ্ঠানে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন এই নাট্যব্যক্তিত্ব। 

তবে মহাপরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করার এখতিয়ার না থাকায় সচিব উপস্থিত দর্শকের সামনে বলেন, ‘শিল্পকলার সচিব হিসেবে এটি (পদত্যাগপত্র) শুধু হাতে নিয়েছি। কিন্তু শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেনি।’

এদিন সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে মঞ্চে ওঠেন সৈয়দ জামিল আহমেদ। এসময় মহাপরিচালক প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন। একই সময় লিখে আনা পদত্যাগপত্রটি তার পাশে বসে থাকা সচিবের হাতে তুলে দেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ১০ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ। এর সাড়ে পাঁচ মাস পর পদত্যাগের ঘোষণা দিলেন।

বিশিষ্ট নাট্যনির্দেশক ও শিক্ষক ড. সৈয়দ জামিল আহমেদ ১৯৫৫ সালের ৭ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা। ৩০ বছরের বেশি সময় ধরে এ বিভাগেই শিক্ষকতা করছেন। তিনি একাধারে নাট্য পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড মিউজিক বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। 

ইএ