images

জাতীয়

জুলাই আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী মাহিন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম

images

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা চালানো অস্ত্রধারী মাহিন ওরফে মাহিম নৈয়বকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের পেশাদার ক্যাডার হিসেবে পরিচিত এবং তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

কলাবাগান থানার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছিল মাহিন ও তার সহযোগীরা। ওই দিন পান্থপথ সিগন্যাল থেকে গ্রীন লাইফ হাসপাতালের সামনে পৌঁছালে তারা অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। হামলায় ছাত্র নেতা কাজী ইয়াদ মাইনুদ্দিনসহ আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। কাজী ইয়াদ মাইনুদ্দিনের অভিযোগের ভিত্তিতে কলাবাগান থানায় ৭ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়।

এছাড়াও, সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিনের অস্ত্র হাতে গুলিবর্ষণের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে। হামলার পর থেকেই মাহিন আত্মগোপনে চলে যায়, কিন্তু সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কলাবাগান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে। গ্রেফতারমাহিনকে আদালতে পাঠানো হয়েছে।

এমআইকে/এইউ