নিজস্ব প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৩ পিএম
কোনো চাপ বা কারও নির্দেশনা নিয়ে বর্তমান নির্বাচন কমিশন কাজ করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ‘কোনো চাপ নেই আমাদের ওপর এবং চাপের কাছে আমরা নত স্বীকার করব না। যেকোনো চাপ বা কোন নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না।’
রোববার (২৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে জুলাই আগস্টের মধ্যে প্রস্তুতি শেষ করবে নির্বাচন কমিশন।
এই নির্বাচন কমিশনার বলেন, “যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি শুরু করব। ডিসেম্বর যদি টার্গেট করি তাহলে জুলাই আগস্টের দিকে পরিপূর্ণ প্রস্তুতি থাকতে হবে”।
আগে স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ নির্বাচন, সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে এ নিয়ে নানা আলোচনা চলছে, নির্বাচন কমিশনের এ বিষয়ে সিদ্ধান্ত কী?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, “একটা তো ঐকমত্যের প্রশ্ন। ঐকমত্যের ক্ষেত্রে প্রত্যেকটা আইন সংস্কারের ক্ষেত্রে হয়তো ওনারা ঐকমত্য হবেন। ঐকমত্যে পৌঁছানোর পরে আমাদের প্রস্তুতির জন্য সময় লাগবে। আমি যদি কালই ঐকমত্য পেয়ে যাই তাহলে কালকে করতে পারব”।
এমআর