images

জাতীয়

পদ্মা সেতুর পরতে পরতে দুর্নীতি: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন ২০২২, ০৯:১১ পিএম

বিএনপি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,পদ্মা সেতুর মতো একই দৈর্ঘ্যের অন্যান্য সেতুর কাজের সঙ্গে তুলনা করলে পদ্মা সেতুকে আমরা গোল্ডেন সেতু বলতেই পারি।

বুধাবার জাতীয় সংসদে পদ্মা সেতুর উপর আলোচনায় তিনি এ কথা বলেন। 

রুমিন ফারহানা বলেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ শুরু হওয়ার কথা ছিল ২০১১ সালের আর শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালে। মূল পরিকল্পনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে। সেই সময় ১০ হাজার ১ শো ৬১ কোটি টাকার বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প পাস হয়।

পরে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক যখন পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায় আওয়ামী লীগ পদ্মা সেতু নির্মাণের ভার নেন। এরপর দফায় দফায় বাড়ানো হয় পদ্মা সেতু নির্মাণে ব্যয়। কয়েক দফা বড়ে এর ব্যয় হয় ৩০ হাজার কোটি টাকা। এটা যদি ভারত, মালয়েশিয়া, চীন ও জাপানের সঙ্গে তুলনা করি তাহলে তাদের খরচ করে প্রতি কিলোমিটারে ৫ শো থেকে ৭ শো কোটি টাকা।

তিনি বলেন, আমরা যদি ভারতের ভূপেন হাজারিকা সেতুর দিকে তাকাই তাহলে দেখতে পাই নয় কিলোমিটারের ব্রীজ নির্মাণের খরচ হয় ১১ শ' কোটি রুপি। অর্থাৎ ভারতের একটা পদ্মা সেতুর নির্মাণব্যয় দিয়ে ত্রিশটা ভূপেন হাজারিকা সেতু নির্মাণ করা সম্ভব।

তিনি আরো বলেন, শুরুতে যখন পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হয় তখন রেল সেতুর কথা পরিকল্পনা ছিল না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রেল সংযুক্ত করেন এবং নির্মাণ করা হয় ৩৯ হাজার কোটি টাকা। তাই আমরা বলতে পারি গোল্ডেন সেতুতে পরতে পরতে দুর্নীতি। 

টিএ/ একেবি