images

জাতীয়

‘রাজনৈতিক দলের কেউ নয়, পতাকা কিনছেন সাধারণ মানুষ’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ এএম

images

অমর একুশের ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদ মিনারে পতাকা বিক্রির হিড়িক দেখা গেছে। ছোট-বড় জাতীয় পতাকা, ফিলিস্তিনের পতাকাসহ বিভিন্ন দলীয় পতাকা ফেরি করে ঘুরছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। তারা বলছেন, শহীদ মিনারে অনেক রাজনৈতিক দলের লোকজন আসলেও পতাকা কিনছে শুধু সাধারণ মানুষ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা গেছে, হাতে ধরা প্রতিটি বড় পতাকা ১০০ টাকা, মাঝারি পতাকা ৫০ টাকা ও ছোট পতাকাগুলো বিক্রি হচ্ছে মাত্র ১০ থেকে ২০ টাকায়। এছাড়াও মাথায় বাঁধার জন্য পতাকা ও শহীদ মিনারের লোগো বিক্রি হচ্ছে ১০ টাকায়।

পতাকা বিক্রেতা শরিফুল বলেন, ‘সকাল থেকে আড়াই থেকে তিন হাজার টাকা বিক্রি হইছে। এই যে এত রাজনৈতিক লোক দেখতেছেন, তারা একটাও পতাকা কিনেনি। সব কিনেছে সাধারণ মানুষ। অনেকে পতাকা কিইনা বাচ্চাদের মাথায় বাঁইধা দিচ্ছে।’

flag1

আরেক বিক্রেতা বলেন, ‘বছরে যেই কয়েকদিন বেচা-বিক্রি বেশি হয় তার মধ্যে আইজকে ও ১৬ ডিসম্বরে বেশি হয়। যা বিক্রি হওয়ার সকালেই হইছে। অহন টুকটাক হচ্ছে।’

অমর একুশের ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব স্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিন রাত ১২টা ৪০ মিনিটে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী মোড়ের প্রবেশ পথ খুলে দেওয়া হয়।

টিএই/এমএইচটি