images

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হতে পারে: আসিফ

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪২ পিএম

images

ডিসি সম্মেলনের শেষ দিনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সে বিষয়ে খুব শিগগিরই একটি সিদ্ধান্ত আসবে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বর্তমানে জনপ্রতিনিধি না থাকায় প্রশাসকদের দ্বিগুণ কাজের চাপ পড়ছে, ফলে তাদের পক্ষে সব দায়িত্ব একসাথে পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়ছে। আসিফ মাহমুদ আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং সরকার শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধি আনা হলে, তা স্থানীয় সরকারের কার্যক্রমের জন্য ভালো হবে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন পরিচালনায় স্থানীয় সরকার সংস্থাগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে, তিনি এটিও উল্লেখ করেছেন, সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং তার ব্যক্তিগত মতামত থেকে কোনো সিদ্ধান্ত আসবে না।

উল্লেখ্য, ডিসি সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট আলোচনা অনুষ্ঠিত হয়।

এইউ