images

জাতীয়

মোজাম্মেল হকের বাসায় হামলায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

images

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত আবুল কাশেমের (২০) মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে আহত অবস্থায় কাসেম নামে এক যুবককে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। আজ বেলা তিনটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

কাশেমের ভগ্নিপতি সজিব আহমেদ শাহিন বলেন, কাশেমের বাড়ি গাজীপুর বোর্ডবাজার দক্ষিণ কলমেশ্বর গ্রামে। বাবা জামাল হাজি দুই বছর আগে মারা গেছেন। এরপর কাশেমের মা অন্যত্র বিয়ে করেন। গাজীপুরে তিন কক্ষের একটি বাড়ি আছে কাশেমের নামে। সে তেমন কিছুই করত না। বাড়ি ভাড়ার টাকায় চলত।

আহমেদ শাহিন বলেন, গত শুক্রবার সন্ধ্যার দিকে এলাকার কিছু লোকজন তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে জানতে পারি সাবেক মন্ত্রীর বাসায় হামলার শিকার হয়েছে। সেদিন রাতেই কাশেমকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে সন্ধ্যায় আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, একটি অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটক রয়েছে বলে খবর দেওয়া হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কসহ ছাত্র-জনতার একটি দল সেখানে যায়। এসময় মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে বলে খবর ছড়িয়ে আওয়ামী লীগের লোকজন হামলা চালায় বলেও অভিযোগ করেন তারা।

সেই হামলায় অন্তত ১৫ জন আহত হন। এরপর তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় সেনাবাহিনী।

এফএ