images

জাতীয়

দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ ফায়ার ফাইটার নিহতের ঘটনা: ডিজি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ জুন ২০২২, ০৩:৩৯ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য নিহত হয়েছেন। এটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ফায়ার ফাইটার নিহতের ঘটনা উল্লেখ করে অগ্নিনির্বাপণ প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, এ ঘটনায় আমরা শোকাহত ও মর্মাহত।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে রাজধানীর ফুলবাড়ি এলাকায় অবস্থিত সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সদর দফতরে সীতাকুণ্ডে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে ছুটে যায় উল্লেখ করে তিনি বলেন, সেখানে ক্যামিকেল থাকার বিষয়টি আমাদের জানা ছিল না। কেউ আমাদের জানায়নি। আগুন নেভানোর সময় আমরা সেখানে গার্ড ছাড়া কাউকে পাইনি।

ফায়ার সার্ভিসের শীর্ষ এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। তারমধ্যে আমাদের ৯ জনের লাশ পেয়েছি। বাকিদের এখনও খুঁজে পাওয়া যায়নি। এই দিনটি আমাদের জন্য সবচেয়ে কঠিন দিন।

এমআইকে/আইএইচ