images

জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ঘিরে ভিডিও তৈরি ও সেলফি তোলার হিড়িক

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

images

শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে তার বাবা শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িটি দেখতে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন। তাদের কেউ কেউ ভাঙা স্থাপনার সঙ্গে সেলফি তুলতে ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডে মেতেছেন। বাড়িটি ঘিরে ভ্লগিং করতেও দেখা গেছে অনেককে। দর্শনার্থীদের অনেকেই আবার বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিবারদের কাছে নিজেদের মতামত তুলে ধরছেন উৎসাহী হয়ে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর বাড়ি ঘুরে এসব চিত্র দেখা যায়। 

ভাঙা বাড়ির ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ছবি তুলছিলেন যাত্রাবাড়ীর রুবেল ও সাবিনা দম্পতি। তারা গণমাধ্যমে নিজেদের ছবি প্রকাশ করতে আগ্রহী নন। জানালেন, শেষবারের মতো এই ভাঙা বাড়িতে ইতিহাসের সাক্ষী হতে এত দূর থেকে এসেছেন।

1738920217306

সাবিনা বলছিলেন, এর আগেও এই বাড়িটি দেখতে এসেছি। তখন তো নানা ঝক্কি ঝামেলা ছিল। ফোন নিয়ে ভেতরে যাওয়া যাবে না। নানা সিকিউরিটির কথা শুনিয়েছেন হাসিনার লোকজন। আজ  কই তারা? এটাই হলো ইতিহাসের শিক্ষা। একজন স্বৈরাচারের বাবার বাড়ি যে বিক্ষুদ্ধ জনতা ভেঙে দিতে পারে তার সাক্ষী হতে এসেছি। সেজন্য এখানে দাঁড়িয়ে ছবি তুললাম। যেনো আমার বাচ্চারা দেখতে পারে সেই ছবি, কী ঘটেছিল ২৪ এর অভ্যুত্থানের পরের সময়ে।

রুবেল বলেন, দেখেন আমরা শুধু নই। সবাই এখানে আসছেন, ছবি তুলছেন। তার মানে কী দাঁড়ালো? বিষয়টিকে জনতা খুশির বিষয় হিসেবে দেখছেন। 

1738920222956
উত্তরা থেকে আসা সায়েম দুটি হাতে দুই ইট নিয়ে ছবি তুলছেন। তাকে সহায়তা করছেন তারই এক চাচাতো ভাই। সায়েম বলছিলেন, যুগে যুগে একজন ফ্যাসিস্ট ও তার পরিবারের কী পরিণতি হয় আমরা তা দেখলাম। বাড়িটি ছিল অভিশপ্ত। এই বাড়িটিতে শেখ মুজিব বসে বিলাসী জীবন যাপন করতেন, যখন দেশে দুর্ভিক্ষ চলছিল। ফলে বাড়িটি ভেঙে ফেলা খারাপ হয়নি। 

কেউ কেউ ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ছবি তোলার পাশাপাশি সামাজিক মাধ্যম লাইভ করছেন। তবে সেখানে কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা ছাড়া আর কোনো মিডিয়া খুঁজেও পাওয়া যায়নি। 

আরও পড়ুন

অনন্ত ভাঙা প্রকল্প ভালো ভবিষ্যতের ইঙ্গিতবহ না: মাহফুজ আলম

ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গত বুধবার রাতে ধানমন্ডির এই বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকাভেটর (খননযন্ত্র), ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এখন ইতিহাসের নানা উত্থান-পতনের সাক্ষী বাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। লোকজন আসছেন, দেখছেন আর সেলফি তুলছেন। 
 
এমএইচ/এমআইকে/ইএ