নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
রাজধানীর মিরপুর-১৩ এর বাউনিয়া খালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি খাল সংস্কারের খননকাজ উদ্বোধন উপলক্ষে তিন উপদেষ্টা লাল গালিচার ওপর দিয়ে খালে নেমেছিলেন। এই ঘটনা নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে, ঢাকা উত্তর সিটি করপোরেশন মিরপুরের বাউনিয়া খালের প্রান্তে একটি অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ), আদিলুর রহমান খান (গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প) এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া) খনন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তারা লাল গালিচার ওপর দিয়ে হেঁটে খালে নেমে যান এবং ভাসমান এক্সকাভেটরের ওপর উঠেন, যেখানে কাজের সূচনা করেন।
এরপর অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা লাল গালিচা বিছানোর কারণ জানতে চান। ডিএনসিসি কর্তৃপক্ষ তাদের ব্যাখ্যা দিয়ে জানায়, এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা নয়, বরং অতিথিদের নিরাপদভাবে এক্সকাভেটরের ওপর ওঠানামা নিশ্চিত করতে একটি অস্থায়ী ব্যবস্থা। যেখানে ভাসমান এক্সকাভেটর রাখা হয়েছিল, তা একটি স্থায়ী পন্টুন নয়, অস্থায়ী জায়গায় রাখা ছিল। এক্সকাভেটরের ওপর উঠার রাস্তাটি ঢালু এবং কাদামাটি ভরা ছিল, ফলে রাস্তাটি পিচ্ছিল হয়ে পড়েছিল, যা অতিথিদের চলাচলে সমস্যা সৃষ্টি করতে পারতো। তাই নিরাপত্তার কথা মাথায় রেখে এবং চলাচল সহজ করতে লাল রঙের ম্যাট ব্যবহার করা হয়েছিল, যা লাল গালিচার মতো দেখালেও তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করা।
ডিএনসিসি কর্তৃপক্ষ আরও জানায়, গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করছে এবং এ ধরনের পদক্ষেপের কোনো অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য ছিল না। নিরাপত্তা গুরুত্বপূর্ণ হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবিষ্যতেও স্বচ্ছতা, নিরাপত্তা ও জনস্বার্থের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
এইউ