images

জাতীয়

আসিফ মাহমুদের ঐক্যের বার্তায় আসিফ নজরুলের ধন্যবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৫, ১১:১৯ এএম

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া সাক্ষাৎকার নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দুই উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দেওয়া প্রতিক্রিয়া নিয়ে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ। অবশ্য এরমধ্যেই শুক্রবার ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের ওপর জোর দিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। যা ফেসবুকে শেয়ার করে ধন্যবাদ দিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ ঐক্যের ওপর জোর দিয়ে ফেসবুক এই পোস্ট দেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, We can agree to disagree. বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই চেষ্টা/ডিবেট থাকবে। তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারো সাথে কারো শত্রুতা থাকবে না। শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, এদেশের স্বার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

4

তিনি লিখেছেন, প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি। আমরা আবারো মধ্যযুগের মতো স্বয়ংসম্পূর্ণ বেঙ্গল হিসেবে গড়ে উঠবো। পরাশক্তি গুলো আমাদের স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। অর্থনৈতিক, সামাজিক প্রবৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের জন্য ঈর্ষার কারণ হবে বাংলাদেশ। এর জন্য প্রয়োজন মতানৈক্য স্বত্বেও কিছু বেসিক প্রিন্সিপালে সকলের ঐক্যমত। তাহলেই বহিঃশত্রুরা আমাদেরকে আমাদেরই বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ। এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়া থাকাটা গুরুত্বপূর্ণ।

তার বক্তব্যের চুম্বক অংশ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে আইন উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ধন্যবাদ আসিফ মাহমুদ।

বিইউ/এএস