images

জাতীয়

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক, সিদ্ধান্ত চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি ২০২৫, ০১:২২ পিএম

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাক চূড়ান্ত করা হয়। 

এর আগে, ১১ আগস্ট পুলিশ ইউনিফর্ম এবং লোগো পরিবর্তনের কথা জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 

তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম এবং লোগো সবই পরিবর্তন করা হবে। অনেকেই এই ইউনিফর্ম পরে কাজ করতে চাচ্ছেন না, তাই দ্রুত তা পরিবর্তন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে।’

এছাড়া, তিনি পুলিশের রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনার জন্য পুলিশ কমিশন গঠনের প্রস্তাব দেন, যার অধীনে পুলিশ প্রশাসন পরিচালিত হবে।

এইউ