ঢাকা মেইল ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলির বাঁশবেড়িয়ায় গঙ্গা নদীতে একটি বাংলাদেশি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি।
জানা গেছে, রোববার (১৯ জানুয়ারি) বিকট আওয়াজে হঠাৎ ডুবে যায় জাহাজটি। এটি কয়েক দিন আগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে গিয়েছিল। ছাই সংগ্রহ করে দেশে ফেরার জন্য প্রস্তুতি নেওয়ার সময় ঘটে এই দুর্ঘটনা।
জাহাজের কর্মীরা জানিয়েছেন, হঠাৎ করেই জাহাজের তলায় একটি শব্দ হয়। এরপর পানি উঠতে শুরু করে। বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন তারা। এরপর পানি কমায় কিছুটা অংশ জেগে ওঠে। তারপর ছাই খালি করে জাহাজের ওজন কমানোর চেষ্টা করা হয়। এরপর শ্রমিক এনে চলে কাজ।
জাহাজের সব ছাই খালি করতে সপ্তাহখানেক লাগতে পারে। এরপর জাহাজ মেরামত করে জাহাজটি নিয়ে শ্রমিকরা দেশে ফিরতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জেবি