নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২২, ০১:০৮ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে নগদ এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া এক হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।
রোববার (৫ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গতকাল শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সাতজন ফায়ার সার্ভিসের কর্মী। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন দুই শতাধিক। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।
আগুনে দগ্ধ ও আহতদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দগ্ধ পুলিশের এক কর্মকর্তাসহ তিনজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় মনিটরিং টিমের অবহেলাকেই দায়ী করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
এমই/এমআর