images

জাতীয়

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯ পিএম

images

দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) তাকে এ পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নজরুল ইসলাম জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ১১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। 

প্রশাসনে সৎ যোগ্য ও মেধাবী কর্মকর্তা হিসেবে সুপরিচিত হলেও নজরুল ইসলাম  বিগত ১৫ বছরে কোনো পদোন্নতি পাননি। ৫ আগস্টের পর তিনি পদোন্নতি পান এবং সবশেষ সচিব হলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুরে।

আরও পড়ুন

স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব নিজাম উদ্দিন

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা

এর আগে, গত ১০ নভেম্বর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুনকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

এদিকে পৃথক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ৩০ ডিসেম্বর শামীম আরাকে কুষ্টিয়ার ডিসি হিসেবে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

জেবি