images

জাতীয়

অনলাইনে দেওয়া যাচ্ছে দক্ষিণ সিটির ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ জানুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম

images

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স আদায়ে ঢাকা ব্যাংক পিএলসির অনলাইন কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। ফলে এখন থেকে নাগরিকরা তাদের ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স ফি ঘরে বসে অনলাইনে দিতে পারবেন।

সোমবার (০৬ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনলাইনে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স আদায়ের লক্ষ্যে ঢাকা ব্যাংক পিএলসির সঙ্গে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এর আগে, গত বছরের ১৮ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপারেশনের (ডিএসসিসি) বুড়িগঙ্গা হলে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদানে নাগরিকদের জনভোগান্তি কমাতে ঢাকা ব্যাংক পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MOU) সই করা হয়।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুনিরুজ্জামানের সভাপতিত্বে ঢাকা ব্যাংকের মাধ্যমে অনলাইনে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স আদায় উদ্বোধন করা হয়।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ের প্রযুক্তির সঙ্গে নাগরিক সেবা ও রাজস্ব আদায়ের প্রক্রিয়া সহজ ও যুগোপযোগী করতে হবে। ডিজিটাল মাধ্যমে নাগরিকরা যেন দ্রুত সময়ে ভোগান্তি ও দুর্ভোগ ছাড়া কর প্রদান করতে পারে সে লক্ষ্যে ঢাকা ব্যাংক কাজ করবে। ঢাকা ব্যাংককে নাগরিক ভোগান্তি হ্রাস করে যথাযথভাবে ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারে তা নিশ্চিত করে নাগরিকদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শেখ আব্দুল বাকির বলেন, ঢাকা ব্যাংক গ্রাহক সেবার মান বৃদ্ধি ও নাগরিক বান্ধব সেবা দেয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখে আস্থার প্রমাণ রাখবে বলে আশ্বস্ত করেন।

ওই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিএসসিসির অন্যান্য বিভাগীয় প্রধানগণ ও ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শেখ আব্দুল বাকির প্রমুখ।

বিইউ/এএস