images

জাতীয়

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারপরই তৈরি করা হবে খসড়া। ঘোষণাপত্র নিয়ে শিগগিরই অগ্রগতি জানানো হবে বলেও জানান তিনি।

রোববার (০৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে সমসাময়িক নানা বিষয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব শফিকুল বলেন, আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিপ্লবের ঘোষণাপত্র আটকে যাওয়ার নেপথ্যে…

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

RR

শফিকুল আলম বলেন, গত ১৬ বছরের সব দুর্নীতি-অনিয়ম নিয়ে কাজ করছে সরকার। রাতের ভোটের কুশীলবরা কিভাবে পালিয়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সাংবাদিক দম্পত্তি সাগর-রুনির হত্যাকাণ্ডের বিষয়ে প্রেস সচিব বলেন, সাগর-রুনির হত্যা মামলা রি ওপেন করা হয়েছে। পিবিআই কাজ করছে। পিবিআই এর কাজ নিয়ে আশাবাদী। প্রচুর শ্রম দেওয়া হচ্ছে এই হত্যা মামলার রহস্যের জট খোলার জন্য।

আরও পড়ুন

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পেশ করবে সরকার

এসময় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে শফিকুল আলম বলেন, গত ৫ মাসে মিডিয়া যতটুকু ফ্রি ছিলো তা ইতিহাসে ছিল না। বিটিভির নিউজকে আরও বড় আকারে প্রচারের পরিকল্পনা রয়েছে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বিটিভির নিউজ বা অনুষ্ঠান পরিচালনার আশা জানান তিনি। 

সাইবার সুরক্ষা আইনের বিষয়ে তিনি বলেন, সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ করছে সরকার। সাইবার সুরক্ষা আইন নিয়ে উপদেষ্টা কাজ করছেন। সব পক্ষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

/এএস