images

জাতীয়

মিরপুর থেকে ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম

রাজধানীর মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- শুভ ওরফে সোলায়মান (২৯) ও রুবেল (৩২)।

শনিবার (০৪ জানুয়ারি) রাতে মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

রোববার (০৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। 

পল্লবী থানা সূত্রে জানায়, গত ২০ ডিসেম্বর মিরপুর-১১ এর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে বদরুদ্দোজা নামের এক ব্যক্তি ইসলামি ফার্মার সামনে পৌঁছালে কয়েকজন দুষ্কৃতকারী তার নিকট থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনি দুইজনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় বদরুদ্দোজা পল্লবী থানায় একটি মামলা করেন। সেই ঘটনার সাথে জড়িত শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেলকে গ্রেফতার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গ্রেফতাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উল্লিখিত মামলার ঘটনার সাথে তাদের সংশ্লিষ্টতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। 

উল্লেখ্য, মো. শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেলের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/এএস