জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ জানুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, অপরাধ নিয়ন্ত্রণে আপনারা পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করুন। প্রত্যেক থানায় সিটিজেন ফোরামের মাধ্যমে আমরা যেসব মতামত পাচ্ছি তার প্রতিফলন পুলিশি কার্যক্রমে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
শনিবার (৪ জানুয়ারি) ওয়ারীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিককে তার নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তাহলে একটি অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। আপনারা নিজেরা আইন মেনে চলবেন এবং অন্যদেরও আইন মেনে চলতে উদ্বুদ্ধ করবেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে। জনগণের প্রত্যাশিত পুলিশ হতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকলে ঢাকা শহরের অপরাধ সহনশীল পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। আপনার যেমন জনবান্ধব পুলিশ চান আমরাও তেমনি পুলিশ বান্ধব জনগণ চাই।
তিনি আরও বলেন, ৫ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। বৈষম্য থেকে উত্তরণের জন্য একটি সুযোগ সৃষ্টি করে গেছে আমাদের তরুণ সমাজ। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্নগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও ওয়ারী থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
ওয়ারী থানার একজন বিশিষ্ট নাগরিক বলেন, ওয়ারী থানা এলাকা থেকে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নির্মূলে আমরা পুলিশকে তথ্য দিয়ে পাশে থাকবো।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ওয়ারী বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআইকে/এফএ