images

জাতীয়

স্থানীয় সরকার বিভাগের নতুন সচিব নিজাম উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

স্থানীয় সরকার বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দিনকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মো. নিজাম উদ্দিন বিসিএস ১১ ব‍্যাচের কর্মকর্তা। ইতোমধ্যে তিনি নতুন দফতরে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

এর আগে, গত ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। ওই সময় থেকে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সেখানে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। জনপ্রশান মন্ত্রণালয় রোববার (২৯ ডিসেম্বর) এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।

বিইউ/এমএইচএম