নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ এএম
মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কুমিল্লা ও চট্টগ্রামে। এতে অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান-দোকানপাট পুড়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রবিবার দিবাগত রাত ১২টা থেকে দুইটার মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকা মেইলের কুমিল্লা প্রতিনিধি জানান, রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজারে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখা যায়। কাঠ-বাঁশের অবকাঠামো থাকায় অল্প সময়ের মধ্যেই তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চান্দিনা দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে।
বিষয়টি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূইয়া। তিনি বলেন, এখনও আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এখনে সবগুলোই ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। তাই আর্থিক ক্ষতির পরিমাণ বিপুল। তা নিরুপণের চেষ্টা চলছে। এখনও নিহত বা আহতের খবর পাইনি।
অন্যদিকে চট্টগ্রাম ব্যুরো জানায়, নগরের আকবর শাহ থানার সিডিএ ১ নম্বর এলাকার পাশে উত্তর কাট্টলীর পদ্ম পুকুর পাড় এলাকায় ফার্নিচার ফ্যাক্টরি ও গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের ওয়্যারলেস অপারেটর মিনহাজ।
এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ছাড়া, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা-ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ইএ