জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ এএম
নির্ধারিত অফিস সময়ের অনেক আগেই সচিবালয়ে এসে ৫ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু সচিবালয়ের সামনে সাধারণ উৎসুক জনতা ও সংবাদকর্মীদের ভিড় থাকায় তাদের ভেতরে প্রবেশ করতে সময় লাগছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সরেজমিনে এমন চিত্র দেখা যায়।
দেখা গেছে, নির্ধারিত সময়ের অনেক আগেই এসে কর্মকর্তারা রাস্তায় দাঁড়িয়ে আছেন। এক সহকর্মী আরেক সহকর্মীর সঙ্গে আগুন লাগার বিষয়ে আলাপ-আলোচনা করছেন।
এদিকে গতকাল মধ্যরাতে সচিবালয়ের আগুন ধরার খবর শোনার পর কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে তারা আজকে অফিসের নির্ধারিত সময়ের আগেই চলে আসেন সচিবালয়ে।
বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুই মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায় ফায়ার সার্ভিসের ইউনিট। ১৯টি ইউনিটের সাড়ে ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
যে ভবনটিতে আগুন লেগেছে তাতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়, সড়ক পরিবহন সেতু বিভাগের অফিস রয়েছে বলে জানা গেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে আগুনে বিভিন্ন মন্ত্রণালয়ের দাফতরিক কাগজপত্র পুড়ে ভস্ম হয়ে গেছে।
এআইএম/এএস