images

জাতীয়

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে কর্মকর্তা ও উৎসুক জনতার

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১২ এএম

মধ্যরাতে আগুন লাগার পর ভোরে নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ে লাগা আগুন। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সচিবালয়ে ভিড় বাড়তে শুরু করেছে উৎসুক জনতার। আর বড়দিনের ছুটি শেষে অফিসে যোগদান করতে শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মরত কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে সচিবালয়ে এ চিত্র দেখা যায়।

মধ্যরাতে আগুন লাগায় ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও অল্প সংখ্যক শিক্ষার্থী ছাড়া তেমন লোক সমাগম ছিল। তবে বেলা ৭টার পর থেকে বাড়তে থাকে উৎসুক জনতার ভিড়। ৮টার পর একে একে আসতে শুরু করেন বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, গতকাল সরকারি ছুটি থাকায় নিজ এলাকায় ছিলাম। রাতে ঢাকায় ফিরেছি। মধ্যরাতে গণমাধ্যমে আগুনের কথা জানতে পেরেছি। সকালে স্বাভাবিকভাবেই নয়টার আগে সচিবালয়ের সামনে এসেছি। তবে নিরাপত্তার স্বার্থে আমাদের ঢুকতে দেওয়া হয়নি।

সংস্কৃতি মন্ত্রণালয়ে কর্মরত সাজিদ বলেন, আগুন লাগার কথা রাতেই জেনেছি। তবুও আমরা স্বাভাবিকভাবে অফিস করতে এসেছি। তবে মূল গেট দিয়ে কাউকেই ভেতরে যেতে দিচ্ছে না।

এদিকে কর্মকর্তাদের পাশাপাশি ভিড় বেড়েছে উৎসুক জনতারও। আব্দুল করিম নামে এক চা দোকানি বলেন, পল্টন মোড়ে আমার দোকান। সকালে এসে শুনি সচিবালয়ে আগুন লেগেছে। এখন দেখতে এসেছি।

এর আগে বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে— সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ১৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করা শুরু করে।

পরে সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় ফায়ার সার্ভিস। আর ৯টার পর মাইকিং করে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সচিবালয়ের ৫ নম্বর গেটে যাওয়ার আহ্বান জানানো হয়।

এমএইচ/এএস