জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ এএম
মধ্যরাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে লাগা ভয়াবহ আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন। ট্রাকের চাপায় গুরুতর আহত সোহানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর হেডকোয়ার্টারে সোহানুরের জানাজা অনুষ্ঠিত হবে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থাকবেন।
আরও পড়ুন
সচিবালয়ে আগুন নাশকতা কি না তদন্তের পর জানা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এরআগে বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ইউনিট। সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তা থেকে আগুন নেভানোর কাজ করার সময় একটি ট্রাক সোহানুরকে চাপা দেয়। আহত সোহানুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেখানে তার মৃুত্যু হয়। ঘটনার পর ট্রাক ও ট্রাকের চালককে আটক করে লোকজন।
ফায়ারসার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২২ সালের ২ অক্টোবর চাকরিতে যোগ দেন রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা সোহানুর। মূল কর্মস্থল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন হলেও তিনি তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন।
বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন সোহানুর। তার একটি বোন আছে। বাবা মা এখনো জীবিত।
বিইউ/ইএ