নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৪, ০২:২৩ পিএম
রাজধানীর জেনেভা ক্যাম্পে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ১২ জন গ্রেফতার হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ক্যাম্পের বিখ্যাত বোবা বিরিয়ানির মালিক আলতাফের ছেলে ইরফান।
শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান ঢাকা মেইলকে অভিযান ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর থানার (ওসি) তদন্ত হাফিজুর রহমান ঢাকা মেইলকে বলেন, যৌথ অভিযানে ১২ জন আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
জেনেভা ক্যাম্প সূত্র জানিয়েছে, ক্যাম্পের বিখ্যাত বিরিয়ানির দোকান বোবা বিরিয়ানি বা ফাইজানে মদিনার মালিক আলতাফও মাদক বিক্রি চক্রের অন্যতম হোতা। সম্প্রতিক সংঘর্ষে সরাসরি আলতাফকে জড়িত থাকতে দেখা গেছে। এ সংক্রান্ত ভিডিও চিত্রও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এছাড়া আলতাফের ছেলে ইরফান ক্যাম্পের চেনাজানা মাদক কারবারিদের একজন। তিনি বিরিয়ানির দোকানের আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন।
সূত্র জানিয়েছে, ইরফান উরফে হাবলা ইরফান ক্যাম্পের সাবেক ইয়াবা গডফাদার ইশতিয়াকের ম্যানেজার জাবেদ উরফে নাটা জাবেদের হয়ে মাদক বিক্রি করেন। মাদক বিক্রির জন্য তার নিজস্ব বেশ কয়েকজন সেলসম্যানও রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইরফান মাদকের সঙ্গে জড়িত, এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন তার চাচা ইমরান। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘ও ছোট মানুষ, বয়স ২২-২৩ বছর। ও কসাইয়ের কাজ করে। কিছুদিন আগে কামাল বিরিয়ানির সঙ্গে গ্যাঞ্জাম হইছিলো। তারপর থেকে ওরে মাদকের মধ্যে প্যাচানো হচ্ছে। কেউ যদি প্রমাণ দিতে পারে, ও মাদকের সঙ্গে জড়িত, আমরা নিজেরা ওরে পুলিশের কাছে দিয়ে আসবো।’
কারই/এএস