নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৪, ০১:১১ পিএম
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, পুরনো স্বৈরাচারী সংস্কারে ফিরে না যাওয়ার জন্যই সংস্কার দরকার। সংস্কারের জন্য কিছু সময় দিতে হবে। তিনি বলেন, তরুণদের কাছ থেকে শিখলে পরাজয়ের কোনো সুযোগ নেই।
শুক্রবার (২৯ নভেম্বর) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন একদিনের বিষয় নয়, এটি একটি প্রক্রিয়ার বিষয়। আর সুষ্ঠু নির্বাচনের জন্য সে প্রক্রিয়া সঠিক হতে হয়। এর মূল দায়িত্ব নির্বাচন কমিশনের।
তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পর গুরুত্বপূর্ণ অংশীজন হচ্ছে সরকার বা প্রশাসন। তাদের সহযোগিতা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যা বিগত সময়ে পরিলক্ষিত হয়েছে।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচনী অপরাধ প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরাই করেন। রাজনৈতিক দলগুলো যদি ছলে-বলে কৌশলে নির্বাচনে জেতার চেষ্টা করে, তাহলে কারো পক্ষেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তবে নতুন নির্বাচন কমিশন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবে তাই আশা করবো।
তিনি আরও বলেন, ভোটার তালিকাতে কিছু অসঙ্গতি আছে তা সঠিক করা ইসির জন্য চ্যালেঞ্জ।
বদিউল আলম মজুমদার বলেন, আলোচনার ভিত্তিতে একটি রোডম্যাপ তৈরি হওয়ার দরকার। যেখানে কি কি সংস্কার হবে এবং কেমন সময় লাগবে তা উঠে আসবে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনার ভিত্তিতে নির্বাচন কবে হবে তা নির্ধারণ হওয়া দরকার।
এমএইচএম