নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৪, ০১:৪১ পিএম
সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর প্রায় সব কয়টি সড়ক অবরোধ করেছে চালকরা। এতে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। আবার কিছু এলাকায় যানবাহন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এসব চিত্র দেখা যায়।
সকাল থেকেই রাজধানীর মালিবাগ রেলগেট মোড় অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে কুড়িল বিশ্বরোড হয়ে গাজীপুরগামী যানবাহন আটকে যায়। ফলে অনেক যাত্রীকে পায়ে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। আবার রেলগেট না পার হতে পারায় মৌচাক মোড়ে শ্যামলী-গাবতলীগামী যাত্রীদের সড়কে অপেক্ষা করতে দেখা যায়।
একইচিত্র মহাখালী রোডেও। কাকরাইল মোড় পার হতে না পারায় মগবাজার আউটার সার্কুলার রোড অনেকটা ফাঁকা দেখা যায়। ফলে মগবাজার মোড়ে অপক্ষেমান যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। আবার সড়কে রিকশা সংকট থাকায় বিকল্প উপায়েও গন্তব্যস্থলে পৌঁছাতে ভোগান্তী পোহাতে হচ্ছে।
এদিকে রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করে আন্দোলন করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। একইসঙ্গে বন্ধ রয়েছে মহাখালী মোড়। ফলে গাজীপুর থেকে গুলিস্তানগামী বাস বন্ধ রয়েছে। এতে মগবাজার ওয়ারল্যাস মোড়ে অপেক্ষায় থাকা যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে ট্রেন চলাচল বন্ধ থাকায় কমলাপুরের যাত্রীদের মধ্যে ট্রেন মিসের শঙ্কা না থাকলেও সঠিক সময়ে গন্তব্যে না পৌঁছাতে পারার দুশ্চিন্তা লক্ষ্য করা গেছে।
কমালাপুরগামী আরিফুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ২০ মিনিট ধরে ওয়ারলেস মোড়ে দাঁড়িয়ে আছি। দেড়টাই আমার ট্রেন কিন্তু কোনো গাড়িই পাচ্ছি না। সড়কে রিকশাও তেমন নেই। যেগুলো আছে তারা অনেক বেশি ভাড়া চাচ্ছে। এর মাঝে দুই একটা গাড়ি এসেছে তবে সেগুলোতে উঠার অবস্থা নেই। অপেক্ষা করছি কি অবস্থা হয়। এদিকে ট্রেনও চলছে না। ফলে চাপ না নিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে যাবো।
বনানীগামী যাত্রী হাসেম মিয়া বলেন, প্রায় প্রতিদিনই কোনো না কোনো আন্দোলন হচ্ছে। আর বিপত্তিতে আমরা। বাসা থেকে বের হওয়ার আগে দুইবার ভাবতে হয়, বাসা থেকে যে বের হবো আজকে আবার কোন দিক দিয়ে কোন আন্দোলন চলছে। কয়েকদিন আগে মহাখালী বন্ধ করে রাখলো ছাত্ররা, আজ আবার রিকশাচালকরা। এগুলো বন্ধ হওয়া উচিত।
উল্লেখ্য, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সড়ক ছাড়তে শুরু করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা রোববার পর্যন্ত আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এমএইচ/এএস