images

জাতীয়

ফার্মগেট কেন্দ্রিক চাঁদাবাজ গ্রুপের তিন সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৪, ১০:২১ পিএম

রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আব্দুল মালেক খান (৫০), শামীম আহমেদ (৫০) ও নুরুন ইসলাম আকন (৪৮)।

বুধবার (২০ নভেম্বর) রাত ৮টায় ফার্মভিউ সুপার মার্কেট থেকে তাদেরকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি জিয়াউল হক। 

এদিকে তেজগাঁও থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফার্মগেট কেন্দ্রিক চাঁদাবাজ গ্রুপের অন্যতম তিন সহযোগী তারা।

বুধবার রাতে লোকজন দেখতে পেয়ে তাদের পুলিশে ধরিয়ে দেয়। তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পরিচয়ে ফার্মগেট এলাকায় নিয়মিত চাঁদাবাজি করতো। 

এমআইকে/এএস