জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
রাজধানীর মৌচাক মার্কেটের স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে সিআইডি। এ ঘটনায় চুরিকৃত স্বর্ণ বিক্রির ৫ লাখ টাকাসহ ৫২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান। তিনি জানান, সম্প্রতি মৌচাক মার্কেটের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় একটি মামলা হয়। সেই মামলার ছায়া তদন্তে নেমে সিআইডি চারজনকে গ্রেফতার করেছে। এছাড়া স্বর্ণ বিক্রির টাকাসহ ৫২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে আগামীকাল সকাল ১১টায় সিআইডির সদর দফতরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানাবেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের প্রধান ও ডিআইজি এস এন মো. নজরুল ইসলাম।
এমআইকে/এমএইচটি