জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
রাজধানীর মালিবাগে একটি বাসার তৃতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮) দেড় থেকে দুই মাস আগে ভালোবেসে বিয়ে করেন বলে জানা গেছে।
শনিবার (৯ নভেম্বর) মালিবাগের চৌধুরীপাড়া মাটির মসজিদ তাহিরুল ভিলায় এ ঘটনা ঘটে। রামপুরা থানার এসআই বাসেদ মিয়া ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই বাসেদ মিয়া ঢাকা মেইলকে জানান, তারা দুপুর সাড়ে বারোটার দিকে খবর পান। পরে টিম নিয়ে ঘটনা ছিল ছুটে যান। দুপুর পৌনে একটার দিকে বাসাটির তৃতীয় তলায় গিয়ে দেখতে পান দরজা ভেতর থেকে বন্ধ। এরপর তিনি এলাকাবাসীকে ডাকেন। তাদের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। পরে দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।
এসআই বাসেদ মিয়া বলেন, আমরা আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেছি। আত্মীয়স্বজনের ধারণা তারা ভোরের দিকে মারা গেছেন। জুবায়েরের মোটর মেকানিক কারখানা রয়েছে। তার গ্রামের বাড়ি পাবনা সদরের বলরামপুর গ্রামে এবং মনিসার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও গ্রামে। তারা দুজনে পরিবারের অমতে বিয়ে করে বলে ধারণা করা হচ্ছে। কারণ, মেয়ের পরিবার ছেলের বিষয়ে সবকিছু জেনে বিয়ে দিলেও ছেলের পরিবার কিছু জানত না।
বাসেদ জানান, লাশ দুইটি উদ্ধারের সময় জোবায়ের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে এবং মনীষার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
এ ঘটনায় রামপুর থানা একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।
এমআইকে/এমএইচটি