images

জাতীয়

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

images

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে। বুধবার (৬ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়। এর মধ্যে সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা।

হজ এজেন্সি মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্যাকেজগুলোতে উন্নত সেবা ও সুবিধা প্রদান নিশ্চিত করার জন্য চেষ্টা করা হয়েছে।

এদিকে, সরকারিভাবে দুটি প্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ প্রত্যাখ্যান করেছে হাব। সরকার ঘোষিত সরকারি প্যাকেজে মক্কার মসজিদুল হারামের আশপাশের এক কিলোমিটারের মধ্যে থাকা বাড়ির জন্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং দেড় কিলোমিটারের মধ্যে থাকা বাড়ির জন্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বেসরকারি সাধারণ প্যাকেজের মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ২০২৫ সালের হজে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।

এইউ