নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৪, ০৮:৫৭ পিএম
মোহাম্মাদপুর এলাকার ছিনতাইকারী প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। তিনি বলেছেন, এই এলাকায় হয় ছিনতাকারীরা থাকবে, না হয় আমরা থাকব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের ছিনতাই প্রবণ চাঁদ উদ্যান এলাকায় এক পদযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সামাজিক সংগঠন 'সেভ বিডি' এই পদযাত্রার আয়োজন করে, যাতে অংশগ্রহণ করে সংগঠনের সদস্য, স্থানীয় মানুষ এবং মোহাম্মদপুর থানা পুলিশ।
ওসি বলেন, "মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধের স্বর্গরাজ্য। যদি ঢাকা শহরের শীর্ষ ১০ অপরাধীর তালিকা করা হয়, তাহলে তাদের মধ্যে ৬ জনের জন্ম ও বেড়ে ওঠা মোহাম্মদপুরে। এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। আমাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে লোকবল ও পরিবহন দেওয়া হয়েছে। আমরা মোহাম্মদপুরকে সন্ত্রাসমুক্ত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। হয় তারা থাকবে, অথবা আমরা থাকবো।"
এ সময় মোহাম্মদপুর থানা পুলিশ এবং সেভ বিডির পক্ষ থেকে সাধারণ মানুষকে ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
'সেভ বিডি' সংগঠনের সভাপতি জাহাঙ্গীর পাভেল বলেন, "ছিনতাইকারীরা আমাদের আশপাশে বসবাস করে। তারা সমাজ, আপনার এবং আপনার পরিবারের জন্য হুমকি। সুন্দর সমাজ গড়ে তুলতে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। আপনাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। পুলিশকে তথ্য দিন। আপনার সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সন্ত্রাস দমন করা কঠিন।"
কারই/এইউ