images

জাতীয়

এই বিজয় অনুপ্রেরণা যোগাবে আগামী দিনের ফুটবল কন্যাদের: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর ২০২৪, ০২:২০ এএম

নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহম্মদ (জিএম) কাদের। 

বুধবার (৩০ অক্টোবর) এক অভিনন্দনবার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ফুটবল কোচ ও বোর্ড সংশ্লিষ্টদেরকও অভিন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। 

অভিনন্দনবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দু’বছর আগে ৬ষ্ঠ নারী সাফ ফুটবলে যে মাঠে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে গৌরবোজ্জল রেকর্ড গড়েছিলো, একই মাঠে সেই প্রতিপক্ষ নেপালকে হারিয়েই সপ্তম নারী সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন আমাদের মেয়েরা। টানা দুটি সাফ চ্যাম্পিয়নশীপ জিতে অনন্য রেকর্ড গড়েছে তারা। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশ এক অজেয় শক্তি। তিনি আশা প্রকাশ করে বলেন, বিজয়ের এইধারা আগামীদিনেও অব্যাহত থাকবে। এই বিজয় অনুপ্রেরণা যোগাবে আগামী দিনের ফুটবল কন্যাদের। মেয়েদের এই অর্জন জাতির জন্য অমূল্য উপহার। 

কারই