জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পিএম
সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে উত্তরার ১০নং সেক্টরের ২নং রোডের নিজ বাসায় এই অভিযান চলে।
বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
ডিএমপির এই কর্মকর্তা জানান, সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে তার বাসায় অভিযান চালান তারা। তিনিও সাথে ছিলেন। এসময় তার বাসা থেকে নগদ ৩ কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা, ১ হাজার ১২০ কানাডিয়ান ডলার; ১ হাজার ১০০ ইউরো; ৫ হাজার ৩০০ থাইবাথ, ১ হাজার ৯৫৩ ইউএস ডলার; ৫০০ মেক্সিকান ডলার; ৫০ হংকং ডলার; ৩ হাজার রুপি; ৩ হাজার ১১৭ কাতার রিয়াল এবং প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও স্বর্ণের বার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা-পশ্চিম থানার একটি মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ১০ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাটি ছাড়াও তার বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় আরও দুটি হত্যা মামলা ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আব্দুস শহীদের বিরুদ্ধে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা রাখার অপরাধে এবং অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালঙ্কার রাখার অপরাধে মানিলন্ডারিং আইনে মামলা প্রক্রিয়াধীন।
এমআইকে/এমএইচটি