নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৪, ০৭:৪৭ পিএম
রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি বলেছেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। শান্তি ও সম্প্রীতি রক্ষা করে চলা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষা করেই আবহমানকাল থেকে এদেশে পূজা উদযাপিত হচ্ছে। সম্প্রীতির এই বন্ধন সকলকে রক্ষা করে চলতে হবে।
শুক্রবার সন্ধ্যায় খুলনার ডুমুরিয়ার চুকনগর ও যশোরের কেশবপুর এলাকায় কয়েকটি পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল মজিদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতেও থাকবে
সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ পূজা মণ্ডপে অতিথিদের স্বাগত জানান।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও পূজা উদযাপন কমিটির পৃষ্ঠপোষক অমলেন্দু দাস অপু সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
তারা বলেন, এ অঞ্চলে সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে দূর্গাপূজা উদযাপিত হচ্ছে।
যবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আবদুল মজিদ বলেন, বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি রক্ষা করা আমাদের দায়িত্ব। এই দায়িত্বে অবহেলা করার সুযোগ নেই। সম্প্রীতিই আমাদের মূল শক্তি।
কেশবপুর গৌরিঘোনা ইউনিয়নের ভেরচি নিমতলা মহাশশ্মান মন্দির প্রাঙ্গনে সিনিয়র সচিব নাসিমুল গনি পৌঁছালে তাকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ও বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু স্বাগত জানান।
মহাশশ্মানের অন্যতম প্রতিষ্ঠাতা মহাদেব পাল সিনিয়র সচিব নাসিমুল গনিকে এলাকার পরিস্থিতি তুলে ধরে বলেন, এই বাজারে মন্দিরের নিকটবর্তী এলাকায় একটি জরাজীর্ণ মসজিদ রয়েছে। সেখানে ধর্মপ্রাণ মুসলমানগন নামাজ আদায় করেন। মসজিদটি সংস্কারে উদ্যোগ নেয়া হলে আমরা কৃতার্থ হবো। সম্প্রীতির এই নতুন দৃষ্টান্তে উপস্থিত সুধীজন বিস্মিত হন।
এজেড