images

জাতীয়

কাফীর পাসপোর্ট জালিয়াতিতে জড়িতদের গ্রেফতার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পিএম

ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারে লাশ পোড়ানোর ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে একদিনে সাধারণ পাসপোর্ট পাওয়া নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। লাশ পোড়ানোর নির্দেশদাতা হিসেবে নাম আসা কাফীকে পাসপোর্ট পেতে সহযোগিতা করার অভিযোগ ওঠা পাসপোর্ট অধিদফতরের উপপরিচালক মো. ইসমাইল হোসেন ও জড়িত অন্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে আগারগাঁও এলাকায় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, লাশ পোড়ানোর মতো বর্বরোচিত ঘটনা যার নির্দেশে হয়েছে সেই পুলিশ কীভাবে একদিনে সাধারণ পাসপোর্ট পেয়েছেন, তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।

তাদের অভিযোগ, এই কাজে সব ধরনের সহযোগিতা করেছেন উপপরিচালক মো. ইসমাইল হোসেন। যিনি উপপরিচালক হলেও অধিদফতরের কিছু শীর্ষ কর্মকর্তা ঢাকায় এনে পরিচালকের চেয়ারে বসানোর ব্যবস্থা করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যে অপরাধ করে সেও অপরাধী। তাকে যে সহযোগিতা করে সেও সমান অপরাধী। তাই অবিলম্বে এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। সাধারণ মানুষ দিনের পর দিন ঘুরে পাসপোর্টের জন্য। আর খুনিরা একদিনে কীভাবে পাসপোর্ট পায় মিথ্যা তথ্য দিয়ে তাও খতিয়ে দেখতে হবে।

এসময় জানানো হয়, এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হবে।

পুলিশের আলোচিত এই কর্মকর্তার জালিয়াতি করে পাসপোর্ট পাওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয় ঢাকা মেইলে। কীভাবে, কার পরামর্শ ও সহযোগিতায় মিথ্যা তথ্য দিয়ে সাধারণ পাসপোর্ট সংগ্রহ করেন কাফী তার বিস্তারিত তথ্য দেওয়া হয় সংবাদে।

আরও পড়ুন

কাফীর জালিয়াতি নিয়ে ঢাকা মেইলে সংবাদ, পাসপোর্ট অধিদফতরের একজন বরখাস্ত

জানা যায়, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি বিদেশে পালিয়ে যেতে জালিয়াতির আশ্রয় নেন। নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন তিনি। একপর্যায়ে সময়ে দ্রুততম সময়ে পাসপোর্ট হাতে পান।

পরে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে কাফী বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হন। একপর্যায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আব্দুল্লাহিল কাফী বর্তমানে জেল হাজতে রয়েছেন।

এদিকে কাফীকে পাসপোর্ট দেওয়ার ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে পাসপোর্ট অধিদফতর। এই ইস্যুতে তার পাসপোর্ট অধিদফতরের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়েছে।

অন্যদিকে কাফীর পাসপোর্ট পেতে সহায়তার অভিযোগে একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া সেই কর্মকর্তা হলেন পাসপোর্ট অধিদফতরের উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

অভ্যন্তরীণ তদন্তে দায়িত্ব অবহেলার প্রাথমিক অভিযোগ প্রমাণিত হওয়ার পর রোববার তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সোমবার বিষয়টি জানা গেছে।

বিইউ/জেবি