images

জাতীয়

সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০১ অক্টোবর ২০২৪, ১০:০৯ পিএম

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।

র‍্যাব জানায়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

এমআইকে/এমএইচটি