নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ পিএম
সরকারি কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশনার পর এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনা এসেছে। এ লক্ষ্যে ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ নীতিমালা জারি করা হয়।
নীতিমালায় বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত, তারা প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে সংযুক্ত ছকে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন।’
তাদের স্ত্রী/স্বামীর পৃথক আয় থাকলে অনুরূপ আয় ও সম্পদ বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একইসঙ্গে জমা দিতে হবে।
এ আয় ও সম্পদ বিবরণী প্রধান উপদেষ্টা স্বীয় বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন বলেও নীতিমালায় বলা হয়।
এর আগে দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়, দেশের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে (আইন অনুযায়ী সবাই কর্মচারী) প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। তবে এ বছর ৩০ নভেম্বরের মধ্যে তা দাখিল করতে হবে। নির্ধারিত ছকে (ফরম) নিজ নিজ মন্ত্রণালয় বা দফতরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা করে অন্তর্বর্তীকালীন সরকার। বিগত সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে সোচ্চার এই সরকার শুরু থেকেই সব ক্ষেত্রে স্বচ্ছতা আনার চেষ্টা করছে। এর অংশ হিসেবেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পর উপদেষ্টাদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা এলো।
জেবি