জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় স্ত্রীকে বটি দিয়ে গলাকেটে হত্যার পর থানায় নিজে গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন মোখলেছুর রহমান নামে এক স্বামী। নিহতের নাম শামসুন্নাহার (৫২)। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাতটার দিকে পল্লবীর সাগুফতা এম এন হাউজিং বি ব্লকেট ৩ নম্বর রোডের ২১২ নম্বর বাড়ির ছয় তলায় এ খুনের ঘটনা ঘটে।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জের ধরে স্বামী স্ত্রীকে বটি দিয়ে গলাকেটে খুন করেন মোখলেছুর রহমান। এই দম্পতির একমাত্র কন্যা সেনাবাহিনীতে কর্মরত।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম। তিনি বলেন, সেই ব্যক্তি নিজেই থানায় এসে আমাদের বলছিলেন- ‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। আমাকে গ্রেফতার করুন।’ পরে তার কথামতো আমরা সেই বাসায় যাই। এরপর শামসুন্নাহারের মরদেহ উদ্ধার করি। তারা সেই বাসায় একাই থাকতেন। পারিবারিক কলহের জের ধরে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন বলে আমাদের জানিয়েছেন।
ওসি বলেন, তাদের একমাত্র কন্যা স যিনি সেনাবাহিনীতে সিলেটে কর্মরত। তাকে খবর দেওয়া হয়েছে। তিনি ঢাকায় আসছেন।
এই দম্পতির গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর মারিবালয় এলাকায়। শামসুন্নাহারের মরদেহ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এমআইকে/জেবি