images

জাতীয়

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম

সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।’

আরও পড়ুন

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ

ফারুক ওয়াসিফ সবশেষ দৈনিক সমকালের পরিকল্পনা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।

জেবি