images

জাতীয়

আশুলিয়ায় আজও দুই শতাধিক পোশাক কারখানা বন্ধ

জেলা প্রতিনিধি

১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ পিএম

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ থামছেই না। শ্রমিক অসন্তোষে আজও আশুলিয়া শিল্পাঞ্চলে ২১৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, ২১৯টি কারখানার মধ্যে ৮৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ। আর ১৩৩টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাকি কারখানাগুলোতে সকাল থেকে প্রবেশ করেছে শ্রমিকরা।

সারোয়ার আলম আরও জানান, বৃহস্পতিবার এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের নিরাপত্তায় যৌথবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

গত কয়েকদিন ধরে নানা দাবিতে অসন্তোষ চলছে আশুলিয়া শিল্পাঞ্চলে। শ্রমিক অসন্তোষ নিরসনে নানা উদ্যোগ নেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। কারখানার মালিক, শ্রমিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক করা হয়। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়েও সমন্বয় সভা হয়। কিন্তু তারপরেও অসস্তোষ থামানো যাচ্ছে না।

বন্ধ কারাখানার কর্তৃপক্ষরা জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়া ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় চালু করা যাচ্ছে না কারখানা।

শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকদিন ধরেই কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমআর