images

জাতীয়

সমালোচনার মুখে সরানো হলো সিলেটের ডিসিকে

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম

নিয়োগ পাওয়ার একদিনের মধ্যে প্রত্যাহার করা হলো সিলেটের জেলা প্রশাসক এনামুল করিমকে। তার বিরুদ্ধে ২০১৯ সালে ফেনীর কলেজছাত্রী নুসরাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে প্রচেষ্টা চালানোর অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে অন্তর্বর্তীকালীন সরকার তাকে প্রত্যাহার করে নিলো।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এনামুল করিমকে ডিসি নিয়োগের আদেশটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপর আদেশে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

মাঠে প্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়। এর মধ্যে সিলেটে নিয়োগ পান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এনামুল করিম।

আরও পড়ুন

আরও ৩৪ জেলায় নতুন ডিসি

ঢাকাসহ ২৫ জেলায় নতুন ডিসি

তবে তাকে নিয়ে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহল থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এর প্রতিক্রিয়া জানান। ২০১৯ সালে ফেনীতে কলেজছাত্রী নুসরাতকে আগুনে পুড়ে হত্যার ঘটনা দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করে। তখন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ছিলেন এনামুল করিম। সেই হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাঁচাতে এনামুল করিম প্রচেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।

ফেনীর এডিসি থাকাকালে তার বিরুদ্ধে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি ফেনী শহরের এসএসকে সড়কে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনার সময় এক ব্যাংক কর্মকর্তাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মেরেছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল করিম। সেই ঘটনায় বিব্রত হয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

জেবি