images

জাতীয়

আদালতের রায় বাস্তবায়নের দাবিতে অডিটরদের মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

আদালতের রায় মেনে বেতন গ্রেড বৈষম্যের অবসান চেয়ে সারাদেশের অডিট এন্ড একাউন্স ডিপার্টমেন্টর অডিটররা বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন করছে।

রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএন্ডএজি) কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা জানান, একই নিয়োগ বিধিমালার আওতায় নিয়োগপ্রাপ্ত হয়েও অডিটর পদে দুই ধরনের বেতন গ্রেড বিদ্যমান। বেতন গ্রেডের বৈষম্য দূর করতে উচ্চ আদালতের রায় এবং আইন উপদেষ্টার ইতিবাচক মতামত থাকা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয়ের কোনো একটি মহলের হস্তক্ষেপে বেতন গ্রেডের বৈষম্য নিরসন হচ্ছে না।

তাদের দাবি, ২০১৮ সাল থেকে আদালতের রায়কে আগ্রাহ্য করে ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। সমাবেশ থেকে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।

অডিটরদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সারাদেশের এস এস সুপার এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তারা সমাবেশে অংশ নেন।

এমআর