নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম
দফতর পেয়েছেন প্রশাসনে তিন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব। তাদের পদায়ন করে শনিবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, ওএসডি অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে সুরক্ষা সেবা বিভাগ, মোহাম্মদ মাহফুজুর রহমানকে ভূমি মন্ত্রণালয় ও কাজী গোলাম তৌসিফকে সুরক্ষা সেবা বিভাগে পদায়ন করা হয়েছে।
এছাড়া জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব এস এম রেজাউল মোস্তফা কামালকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে।
/এএস