images

জাতীয়

উপদেষ্টার পর সরানো হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকেও

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট ২০২৪, ০৭:০৩ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে সরানোর পর এবার সরানো হলো এই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেনকে। মাত্র তিন দিনের মাথায় জননিরাপত্তা বিভাগের এই সিনিয়র সচিবকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।   

গত ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মোকাব্বির হোসেন। এর আগে এই পদে দায়িত্ব পালন করা আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। 

আরও পড়ুন

অবসরে পাঠানো ৫ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

এদিকে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনকে সরিয়ে নতুন উপদেষ্টা করা হয় লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে। পরদিন সরানো হলো গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের সচিবকেও। জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে। অতিরিক্ত সচিব পদে থাকাকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তাসহ ৮২ ব্যাচের পাঁচজনকে সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।  

জেবি