images

জাতীয়

বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ মে ২০২২, ১০:৪৩ এএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাকপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে তিনজনকে আটক করা হয়েছে। 

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটলেও সোমবার (২৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম।

গ্রেফতাররা হলেন, মারুফ ইসলাম (২০), বিল্লাল (১৯) ও রাকিব (১৮)। তারা পেশায় রিকশাচালক। 

আজিজুল ইসলাম জানান, বাকপ্রতিবন্ধী ওই তরুণীকে ২ রিকশাচালক দক্ষিণখানের সোনারখোলা এলাকার পিংক সিটিতে নিয়ে যান। এরপর সেখানে রাকিব নামে আরেকজনকে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। একপর্যায়ে এক পথচারী ঘটনাটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে জানান। পরে পুলিশ গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। এছাড়া অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

দক্ষিণখান থানার ওসি তদন্ত জানান, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় এসআই সাইফুল একটি মামলা দায়ের করেছেন। পরে ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। আনুমানিক ২১ বছর বয়সী ওই তরুণীর অভিভাকদের খোঁজা হচ্ছে। তবে ওই মেয়েটি বিমানবন্দর এলাকায় ভাসমান জীবন যাপন করতেন বলে জানতে পেরেছে পুলিশ। 

আজিজুল জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। 

এমআইকে/এইউ